Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ এপ্রিল ২০২৫

‘হেলথ (একক বীমা) রাইডার (সহযোগি) সুবিধা’ কার্যক্রমের শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2025-04-28

অদ্য ২৭ এপ্রিল, ২০২৫ তারিখ জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান কর্পোরেশনের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ কনফারেন্স রুমে ‘হেলথ (একক বীমা) রাইডার (সহযোগি) সুবিধা’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বীমার মাধ্যমে দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন কর্তৃক সহযোগি সুবিধা হেলথ রাইডার (একক বীমা) প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে কর্পোরেশনের বিদ্যমান স্কিমসমূহের সাথে সহযোগি সুবিধা (হেলথ বেনিফিট) শর্তসাপেক্ষে গ্রহণ করা যাবে।

 

কর্পোরেশনের বিদ্যমান স্কিমসমূহের সাথে সহযোগি সুবিধা (হেলথ বেনিফিট) হিসেবে (১) Health Insurance Rider (২) Major Diseases Rider এবং (৩) Waiver of Premium Rider শীর্ষক ৩ (তিন) টি নতুন সুবিধা চালু করা হয়েছে। এই সহযোগি সুবিধা (Rider) এর মাধ্যমে বীমাগ্রাহকের স্বাস্থ্য সেবার চাহিদা মেটানো সম্ভব হবে।

কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান এর সাথে কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ

 

কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান মহোদয় উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।